Saturday, July 5
Shadow

চীনের পূর্বাঞ্চলে দাবদাহের বিরুদ্ধে যেভাবে লড়ছে কর্তৃপক্ষ

চীনের পূর্বাঞ্চলজুড়ে বিরতিহীন দাবদাহে অতিষ্ঠ জনজীবন। চলতি সপ্তাহে চিয়াংসু, শানতোং এবং চিয়াংসি প্রদেশে তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন নিচ্ছেনানা পদক্ষেপ। বাসিন্দা ও বাইরের শ্রমিকদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

বুধবার থেকে চিয়াংসু প্রাদেশিক আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে, যা দেশটির উচ্চতম তাপমাত্রা সতর্কতাগুলোর একটি।

ইয়াংচৌ শহরে তৈরি হয়েছে ‘কুলিং স্টেশন’, যেখানে মানুষ তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি নিতে পারছেন। বিশেষ করে নির্মাণ কাজ, ডেলিভারি, বা খোলা আকাশেনানা পেশায় নিয়োজিতদের জন্যবাড়ানো হয়েছে বিশ্রামের সময়, পরিবর্তন করা হয়েছে কাজের শিফট, সরবরাহ করা হচ্ছে হিটস্ট্রোক প্রতিরোধী ওষুধ।

অন্যদিকে, শানতোংয়েরদেচৌ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আন্ডারগ্রাউন্ড কুলিং সেন্টার চালু করা হয়েছে, যেখানে টেবিল, চেয়ারসহ আরামদায়ক পরিবেশে বসবাসকারীরা স্বস্তি পাচ্ছেন। ফুচৌ শহরে জল ছিটানো যানবাহন নামানো হয়েছে রাস্তা ঠান্ডা রাখতে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *