
চীনের প্রতিযোগিতামূলক স্মার্টফোন বাজারে হুয়াওয়ের সাবেক শাখা প্রতিষ্ঠান অনার এবার বাজিমাত করেছে নতুন ফোল্ডেবল ফ্ল্যাগশিপ ম্যাজিক ভি৫ দিয়ে।৮,৯৯৯ ইউয়ান মূল্যের ফোনটিকে বিশ্বের সবচেয়ে পাতলা ও হালকা ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে ঘোষণা করেছে অনার। একসাথে ৮টি প্রযুক্তিগত রেকর্ড গড়ার দাবিও করেছে প্রতিষ্ঠানটি।ম্যাজিক ভি৫-এর অনন্য বৈশিষ্ট্যর মধ্যে রয়েছে—ভাঁজ অবস্থায় এর পুরুত্ব ৮.৮ মিলিমিটার, ওজন ২১৭-২২২ গ্রাম, ব্যাটারিতে সর্বোচ্চ ২৫% সিলিকন কন্টেন্ট এবং ৬১০০ মিলিঅ্যাম্পিয়ার ক্যাপাসিটি, আছে ০.১৮ মিমি পাতলা হাই-সিলিকন সেল চিপ, ০.০১৪ মিমি পাতলা অ্যারোস্পেস ব্রেইডেড ফাইবার এবং সংযোজন নির্ভুলতার মাত্রা ০.০০৩ মিমি।
অনারের নতুন এআই কেন্দ্রিক কৌশলের প্রথম ফ্ল্যাগশিপ হিসেবে ম্যাজিক ভি৫-এ রয়েছে ইয়োইয়ো এআই। এটি আর্টিকেল থেকে প্রেজেন্টেশন তৈরি করতে পারে এবং রাইড-হেইলিং অ্যাপগুলো বিশ্লেষণ করে দ্রুত বিকল্প নির্বাচন করতে পারে।সম্প্রতি চীনে ফোল্ডেবল বাজার বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ২৮ লাখ ৪০ হাজার ইউনিট ফোল্ডেবল ফোন বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় ৫৩.১% বেশি।
অনার জানিয়েছে তারা, আগামী ৫ বছরে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এআই ডিভাইস ইকোসিস্টেম গড়তে। ইতোমধ্যে ১ বিলিয়ন-প্যারামিটারের একটি ইন্ডাস্ট্রিয়াল মডেল ব্যবহার করে এক লাখ ২৫ হাজারটি সম্ভাব্য অ্যাসেম্বলি অপশন বিশ্লেষণ করে ম্যাজিক ভি৫-এর হিঞ্জ ডিজাইন চূড়ান্ত করা হয়েছে।
সূত্র: সিএমজি