
চীন ও হাঙ্গেরির বিশেষজ্ঞ ও গবেষকরা বুদাপেস্টে অনুষ্ঠিত এক মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে বৈশ্বিক মানবাধিকার শাসনে ভারসাম্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
‘আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ে ঐকমত্য: গত ৮০ বছরের পটভূমি ও ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক সেমিনার ২৩-২৫ জুন অনুষ্ঠিত হয়। এতে চীন মানবাধিকার গবেষণা সমিতির সভাপতি বাইমা চিলিনের নেতৃত্বাধীন একটি চীনা প্রতিনিধি দল অংশ নেয়।
হাঙ্গেরিতে চীনের রাষ্ট্রদূত কোং থাও বলেন, চীন ও হাঙ্গেরি মানবাধিকার বিষয়ে পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে একমত এবং দ্বৈত মানদণ্ডে বিশ্বাস করে না।
হাঙ্গেরির ইউরেশিয়া সেন্টারের পরিচালক লেভেন্তে হোরভাথ ও হাঙ্গেরি ওয়ার্কার্স পার্টির সভাপতি থুরমার গিউলা চীনের মানবাধিকার উন্নয়নের বাস্তব দৃষ্টান্ত তুলে ধরেন।
সেমিনারটি যৌথভাবে আয়োজন করে চায়না সোসাইটি ফর হিউম্যান রাইটস স্টাডিস, হাঙ্গেরির চীনা দূতাবাস ও ইউরেশিয়া সেন্টার।
সূত্র: সিএমজি