
চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং মঙ্গলবার বেইজিংয়ে বসনিয়া ও হার্জেগোভিনার পার্লামেন্টারি অ্যাসেম্বলির হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের ডেপুটি স্পিকার মারিনকো কাভারার সঙ্গে বৈঠক করেছেন।
চীনের রাজনৈতিক পরামর্শক সম্মেলন–সিপিপিসিসি’র জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং বলেন, প্রেসিডেন্ট সি চিনপিং ও বসনিয়ার প্রেসিডেন্সির কৌশলগত দিকনির্দেশনায় সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে দৃঢ় রাজনৈতিক আস্থা, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বিনিময় এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতায় ফলপ্রসূ অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, চীন-বসনিয়া কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূর্তির এ বছরে, চীন সমতা, পারস্পরিক সম্মান ও উপকারের ভিত্তিতে রাষ্ট্রপ্রধানদের মধ্যে গৃহীত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে বসনিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত।
মারিনকো কাভারা বলেন, বসনিয়া এক-চীন নীতিতে অটল এবং চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে আগ্রহী।
সূত্র: সিএমজি