এদিকে, কমিউনিস্ট পার্টি অব চায়নার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের ঐক্য ও কঠোর পরিশ্রম নিয়ে লেখা একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশ হতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার ছিউশি জার্নালের ১৩তম সংখ্যায় প্রকাশিত হবে এই প্রবন্ধ।
প্রকাশিতব্য ‘ঐক্য ও সংগ্রামই চীনা জনগণের ঐতিহাসিক অর্জনের একমাত্র উপায়’ প্রবন্ধে ২০১৬ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত প্রেসিডেন্ট সি’র গুরুত্বপূর্ণ বক্তব্যের কিছু অংশ থাকবে।
প্রবন্ধে লেখা হয়েছে, ঐক্য থেকে শক্তি আসে, সংগ্রাম থেকে সুখ আসে। যে জাতি ও পার্টি ঐক্যবদ্ধ হতে পারে ও সংগ্রাম করতে পারে, সে জাতির ভবিষ্যৎ আছে এবং সে পার্টি অজেয় হতে পারে। পার্টি ও জনগণের সকল অর্জনই ঐক্য ও সংগ্রামের ফল, ঐক্য ও সংগ্রাম হল চীনা কমিউনিস্ট পার্টি ও চীনা জনগণের সবচেয়ে বিশিষ্ট আধ্যাত্মিক প্রতীক।
প্রবন্ধে আরও বলা হয়, ঐক্য ও সংগ্রামই হল পার্টির নেতৃত্বে জনগণ ঐতিহাসিক সাফল্য সৃষ্টির একমাত্র উপায়। আমরা ঐক্য ও সংগ্রামের মাধ্যমে একটি গৌরবময় ইতিহাস তৈরি করেছি, ঐক্য ও সংগ্রামের মাধ্যমেই একটি উজ্জ্বল ভবিষ্যতও উন্মোচন করতে পারবো।
সূত্র: সিএমজি