Tuesday, July 1
Shadow

শ্রীবরদীতে‌ পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর পরিবারকে সহায়তা করলেন উপজেলা নির্বাহী অফিসার 

রিয়াদ আহাম্মেদ , শেরপুর প্রতিনিধি: শেরপুর শ্রীবরদীতে‌ পানিতে পড়ে মারা যাওয়া দুই শিশুর পরিবারকে  সহায়তা করলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।সোমবার ( ৩০জুন) দুপুরে মৃত স্বপ্না ও সকাল‌ এর বাড়িতে গিয়ে চাল ,ডাল, তেলসহ‌ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।উল্লেখ্য বুধবার (১৮ জুন) ভোরে শ্রীবরদী পৌরসভার সীমানা সংলগ্ন ছনকান্দা গ্রামের শ্রীবরদী-বকশীগঞ্জ সড়কের পাশে মোস্তফা মিয়ার মৎস খামারে পড়ে দুইজন কন্যাশিশু নিহত হয়।এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও তাতীহাটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য উপস্থিত ছিলেন। এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ জানান, ক্ষতিগ্রস্থ পরিবার আমার কাছে আর্থিক অনুদান পাওয়ার জন্য কোন আবেদন করেন নি। তবে পত্রিকার নিউজ দেখে মানবিক দৃষ্টিকোন থেকে স্ব-উদ্যোগে শোকাহত পরিবারকে আমি এ অনুদান দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *