Monday, June 30
Shadow

শিবলিঙ্গ মূর্তি চুরির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বলিহার রাজবাড়ি সংলগ্ন শ্রী শ্রী বুড়াকালীমাতা মন্দিরের শিবলিঙ্গ মূর্তি চুরির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার ১০ নং বলিহার ইউনিয়নের বলিহার বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠিত হয়।
এসময় শ্রী রতন মালাকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য রিপন চংদার,ইউপি সদস্য সুমন চন্দ্র মন্ডল,তৃষ্ণা রানী সরকার,মুক্তি মালাকার,চন্দনা মালাকার,বিশ্বজিৎ সরকার এবং চন্দন প্রামানিক প্রমূখ।
এসময় বক্তারা বলেন, গত ২১ জুন বলিহার রাজবাড়ি সংলগ্ন শ্রী শ্রী বুড়াকালীমাতা মন্দিরের দুইটি শিবলিঙ্গ মূর্তির মধ্যে একটি শিবলিঙ্গ মূর্তি চুরি হয়ে যায়।  এঘটনায় প্রতিকার চেয়ে এলাকাবাসীর  পক্ষে শ্রী রতন মালাকার নওগাঁ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান,মেম্বার,রাজনৈতিক নেতা কর্মী,নওগাঁ সদর মডেল থানা পুলিশ,ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর  সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ দায়েরের এতোদিন পেরিয়ে গেলেও চুরি হয়ে যাওয়া শিবলিঙ্গ উদ্ধার এবং জড়িতদের কাউকেই আটক করতে পারেনি পুলিশ।
স্থানীয়দের দাবি যে, শিবলিঙ্গ দু’টি রাজার আমলের। আজ থেকে প্রায় ৪০-৪৫ বছর পূর্বে শিবলিঙ্গ দু’টি বলিহার রাজবাড়ি সংলগ্ন শ্রী শ্রী বুড়াকালীমাতা মন্দিরে স্থানান্তর করা হয়। এরপর থেকে অদ্যবধি সনাতন ধর্মালম্বীরা প্রতি বছরের ন্যায় ধর্মীয় রীতি অনুসারে পূঁজা অর্চনা করে আসছিলেন। এবারেও আষাড় মাসে পূঁজোর প্রস্তুতি চলছিলো। এমতাবস্থায় শিবলিঙ্গ চুরির ঘটনায় পূঁজোর আনুষ্ঠানিকতা ব্যাহত হচ্ছে। আর সেকারণে ক্ষোভ প্রকাশ করেছেন সনাতন ধর্মালম্বী সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন।
অপরদিকে,চুরি হয়ে যাওয়া শিবলিঙ্গটি উদ্ধারসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এমন আয়োজন করা হয়েছে বলেও জানান আয়োজকরা। অন্যথায় বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *