
ওসমান চৌধুরী, চন্দনাইশ চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারা, চন্দনাইশ, বাঁশখালীর সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগের সাথে চন্দনাইশ প্রেসক্লাবের নব গঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রবিবার (২৯ জুন) ১২টার সময় সহকারী পুলিশ সুপার (আনোয়ারা) কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ বলেন, অপরাধ নির্মুলে পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। উভয়ের কাজ অপরাধী যেন পার না পায় তা নিশ্চিত করা। সকলের ঐক্য বদ্ধ প্রচেষ্টায় অপরাধ নির্মুল সম্ভব বলেও বলেন। এ-সময় এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করণে পরামর্শ মূলক আলোচনা করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনাপ্রকাশনা সম্পাদক এস এম ওমর ফারুক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হেলাল উদ্দিন নিরব, কার্যনির্বাহী সদস্য ওসমান চৌধুরী, নির্বাহী সদস্য রুপন দত্ত প্রমুখ।