Friday, April 11
Shadow

হাইনানে সামুদ্রিক সরঞ্জামের সফল পরীক্ষা সম্পন্ন

দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সানইয়া শহরের ইয়াচৌ বে-তে সামুদ্রিক সরঞ্জামের প্রথম ধারাবাহিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে করে এ ধরনের পরীক্ষার জন্য সামুদ্রিক স্থাপনাটি এখন সম্পূর্ণ প্রস্তুত।

শাংহাই চিয়াও তোং ইউনিভার্সিটির সামুদ্রিক প্রকৌশল দল পরীক্ষায় সামুদ্রিক পরিবেশ পর্যবেক্ষণ যন্ত্র, সমুদ্রতলের খননযান প্রোটোটাইপ এবং মানববিহীন ভাসমান জাহাজসহ বিভিন্ন সরঞ্জামের কার্যকারিতা পরীক্ষা করেছে বলে মঙ্গলবার হাইনান ডেইলি জানিয়েছে।

পরীক্ষার অংশ হিসেবে গবেষকরা সামুদ্রিক বায়ু, ঢেউ ও স্রোতের গতিশীলতা পর্যবেক্ষণ, বুদ্ধিমত্তাসম্পন্ন সামুদ্রিক ডিভাইসের কার্যকারিতা মূল্যায়ন, সাবমার্সিবল সরঞ্জামের সুনির্দিষ্ট অবস্থান ও নেভিগেশন পরীক্ষা এবং সমুদ্রতলের পরিবেশগত পরিবর্তন পর্যবেক্ষণ করেছেন।

গবেষক দলের প্রধান জানান, এই সাফল্য চীনের সামুদ্রিক গবেষণা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং পরীক্ষাকেন্দ্রটিকে দেশের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পরীক্ষার ঘাঁটিতে পরিণত করেছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *