Wednesday, May 28
Shadow

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডলাকসামে অংশীজন সভা অনুষ্ঠিত

সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসামঃ লাকসামে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড’র উদ্যোগে বুধবার (২১ মে) গ্যাস ব্যবস্থাপনা, বকেয়া বিল আদায় ও অবৈধ সংযোগ প্রতিরোধে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড’র বিপণন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী মর্তুজা রহমান খান।

এদিন দুপুরে লাকসামের একটি রিসোর্ট সেন্টারের সম্মেলন কক্ষে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড লাকসাম জোনের আওতায় লাকসাম, লালমাই ও বরুড়া এলাকায় গ্যাস ব্যবস্থাপনা, বকেয়া বিল আদায় ও অবৈধ সংযোগ প্রতিরোধে এ অংশীজন সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড’র বিপণন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী মর্তুজা রহমান খান বলেন, দেশে গ্যাস সরবরাহে অনেক সীমাবদ্ধতা রয়েছে। ফলে গ্রাহকদের চাহিদা থাকলেও বর্তমানে আবাসিক সংযোগ বন্ধ রয়েছে। কেবলমাত্র শিল্প-কলকারখানায় বানিজ্যিক সংযোগ প্রদান করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের লোকবল সংকটসহ নানা সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু গ্রাহকসেবা প্রদানে আন্তরিকতার কমতি নেই। এ গ্যাস আমাদের দেশের সম্পদ। এটি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে টিকিয়ে রাখতে হবে। তাই সঠিকভাবে গ্যাসের ব্যবহার, অপচয় রোধ এবং নিয়মিত গ্যাস বিল পরিশোধ করুন। অবৈধ গ্যাস সংযোগ বন্ধে প্রত্যেক সচেতন নাগরিকদের সহযোগিতার আহবান জানান তিনি।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড’র সচিব মো. এনামুল করিম চৌধুরীর সভাপতিত্বে অংশীজন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কোম্পানীর বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. মাহমুদুজ্জামান, তথ্য কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, লাকসাম কার্যালয়ের ইনচার্জ প্রকৌশলী মারুফ হাসান, লাকসাম উপজেলা আইসিটি কর্মকর্তা কাজী আরেফিনা ওয়াহিদ, লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম এবং লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক সৈয়দ মুজিবুর রহমান দুলাল প্রমূখ।

এ সময় অন্যান্যদর মধ্যে উপস্থিত ছিলেন, শিল্প-বাণিজ্য ও আবাসিক গ্রাহক, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অংশীজন সভায় বক্তারা বলেন, লাকসাম, লালমাই ও বরুড়া এলাকায় গ্যাস ব্যবস্থাপনা, বকেয়া বিল আদায় ও অবৈধ সংযোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। গ্যাস ব্যবহারে সাশ্রয়ী ও দুর্ঘটনা এড়াতে রান্না শেষে চুলা বন্ধ রাখ আবশ্যক। কোনোভাবেই অনুমোদনহীন সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করা যাবে না। সকল গ্রাহককে বৈধভাবে গ্যাস ব্যবহার করতে হবে। যদি কেউ অবৈধভাবে গ্যাস ব্যবহার করেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বক্তারা আরো বলেন, প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধির ও সীবদ্ধতার কারণে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না। তাই অবৈধ সংযোগ বন্ধ করতে সচেতন নাগরিকদের এগিয়ে আসতে প্রয়োজন।

এ ছাড়া সভায় উপস্থিত অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্ন উত্থাপন ও নানাহ অভিযোগের প্রেক্ষিতে এবং  তথ্য অধিকার আইনসহ নানা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *