Tuesday, May 13
Shadow

নওগাঁয় কালবৈশাখী ঝড়ের তান্ডবে

ব্যাপক ক্ষতি বজ্রপাতে নিহত

গৌতম কুমার মহন্ত, নওগাঁ : নওগাঁর মান্দায় ১১ মে রবিবার কালবৈশাখী ঝড়ের তান্ডবে উপজেলার বিভিন্ন স্থানে কাঁচাপাকা ঘরের চালা উড়ে যাওয়াসহ গাছপালা উপড়ে পড়েছেঝড়ের সময় বজ্রপাতে জিল্লুর রহমান(৪০)নামে কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছেস্থানীয়রা জানান,বেলা টার দিকে প্রচন্ড গতিতে কালবৈশাখী ঝড় শুরু হয় এসময় বাড়ির পাশের মাঠে থাকা শুকানো ধান তুলতে গিয়ে বজ্রপাতে জিল্লুর রহমান নামে ওই কৃষক মারা যায়তিনি উপাজেলার কুসুম্বা গ্রামের মৃতঃ আয়েস উদ্দিনের পুত্র বজ্রপাতের সময় শফিকুল ইসলাম (৪৫) নামে অপর এক কৃষক আহত হয়েছেআহত ওই কৃষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছেস্থানীয়রা জানায়,বিকেলে আকাশে কালো মেঘের ঘনঘটা সৃষ্টি হয়এসময় প্রচন্ড গতিতে কালবৈশাখী ঝড়সহ বিকট শব্দে আকাশে ডাক বিজলি চমকাতে থাকে কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে কাঁচাপাকা ঘর ভেঙে পরা এবং ঘরের টিনের চালা উড়ে যাওয়াসহ অসংখ্য গাছপালা উপরে পরেছে বজ্রপাতে ওই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুসুম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নওফেল আলী মন্ডল জানান, কালবৈশাখী ঝড়ের তান্ডবে উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *