Wednesday, May 14
Shadow

ট্রেনের বগি লাইনচ্যুতভাঙ্গায় ১৪ ঘন্টা পর  স্বাভাবিক ট্রেন চলাচল


মামুনুর রশীদ, ভাঙ্গা : ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের দুটো কোচ শুক্রবার রাত নয়টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশনের পয়েন্টম্যানের ভুল সতর্ক বার্তায় লাইনচ্যুত হওয়ার ১৪ ঘন্টা পর পদ্মাসেতু হয়ে ঢাকা খুলনা, ঢাকা-বেনাপোল ও ঢাকা-রাজবাড়ী রুটের ট্রেন চলাচল শনিবার দুপুর থেকে স্বাভাবিক হয়েছে। শুক্রবার রাতে ট্রেন লাইনচ্যুত হওয়ায় যাত্রীরা দুর্ভোগজনিত কারণে গন্তব্যে পৌঁছাতে বিকল্প হিসেবে তারা সড়ক পথে ফিরে গেছে বলে স্থানীয়রা জানান। তবে লাইনচ্যুত দুর্ঘটনায় ট্রেনের যাত্রীদের কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি রেল জংশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ খায়রুজ্জামান সাংবাদিকদের জানান।

শুক্রবার সারারাত কাজ করার পাশাপাশি শনিবার সকালে লাইনচ্যুত কোচ দুটি উদ্ধারে ঈশ্বরদী ও খুলনার দুটি রিলিফ ট্রেন ও ক্রেনসহ রেল বিভাগের সংশ্লিষ্ট  কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত গতিতে উদ্ধার কোচ দুটি উদ্ধারে কাজ শুরু করেন। অবশেষে তাদের নিরলস প্রচেষ্টায় দুপুরে স্বাভাবিক অবস্থায় ট্রেন যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হন রেলপথ সংশ্লিষ্ট বিভাগের অধীনস্থ কর্তা ব্যক্তিরা।

সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলরা আরও জানান, ভাঙ্গা রেল জংশনের পয়েন্টম্যান নজরুল ইসলামের ভুল সতর্ক বার্তার কারনে সৃষ্ট ট্রেনের লাইনচ্যুত হওয়ার তথ্য নিশ্চিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া এঘটনার তদন্তে রেল কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।

ভাঙ্গা জংশনের সহকারী রেল স্টেশন মাস্টার সুমন বাড়ৈ বলেন, ভাঙ্গা রেল জংশন থেকে জাহানাবাদ এক্সপ্রেসটি ছাড়ার পরে রেল জংশনের অদূরে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে সামনের ইঞ্জিন এবং লাগেজ ভ্যান দুটে অন্য লাইনের ওপর উঠে যাওয়ায় দুর্ঘটনার শিকার হয়। পয়েন্ট ম্যান নজরুল ইসলামের ভুলের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে ওঠে আসায় তাকে বরখাস্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্ঘটনার পর দক্ষিণাঞ্চলের তিনটি রুটে ট্রেন চলাচল বন্ধ দুপুর গড়ানোর আগেই ট্রেনলাইন সচল হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে ট্রেন চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *