Tuesday, May 13
Shadow

নিহত যুবদল কর্মী সালমানের দাফন সম্পন্ন


আসামিদের গ্রেপ্তারের দাবিতে লোহাগড়ায় বিক্ষোভ সমাবেশ

খুলনা: নড়াইলের লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল কর্মী সালমান খন্দকারের দাফন শুক্রবার (৯ মে) দিনগত রাতে নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এখনও থানায় মামলা দায়ের করা হয়নি, কেউ গ্রেফতারও হয়নি। এদিকে এ হত্যার ঘটনায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে লোহাগড়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ মে) বিকালে নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে লোহাগড়া উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি মো: আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে এক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মো : মনিরুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, নোয়াগ্রাম ইউনিয়ন সাধারণ সম্পাদক মশিউর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক শফিক তারিক, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমীসহ প্রমুখ।

একই দাবিতে বিএনপির উদ্যোগে শনিবার (১০ মে) বিকালে লোহাগড়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে ইউনিয়ন যুবদল কর্মী সালমান খন্দকার (২৬) বৃহস্পতিবার (৮ মে) রাতে স্থানীয় বন্ধুদের নিয়ে পার্শ্ববর্তী রামকান্তপুর মধুমতী নদীর পাড়ে পিকনিক করে। পিকনিক শেষে সালমান রাত ১২ টার দিকে বাড়িতে ফিরলেও ফোনকল পেয়ে আবার সে বাড়ি থেকে বের হয়ে যায়। পরদিন শুক্রবার সকালে কাউলিডাঙ্গা বিল থেকে পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নিহত সালমানের পিতা খাজা খন্দকার বলেন, ‘সন্তান হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত। তিনি সন্তান হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবি জানান।

লোহাগড়া থানার ওসি মো.আশিকুর রহমান বলেন, সালমান হত্যাকান্ডের ঘটনায় সরকারী বিভিন্ন সংস্থা ভিন্ন-ভিন্নভাবে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে। তদন্ত চলছে। এখনো কেউ আটক, গ্রেফতার বা মামলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *