Tuesday, May 13
Shadow

ঝিনাইদহে যৌথ বাহিনির অভিযানে ২ চাঁদাবাজ  গ্রেফতার

খুলনাঃ ঝিনাইদহে যৌথ বাহিনির অভিযানে চাঁদাবাজির অভিযোগে দুইজন চাঁদাবাজ গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা শহরের ভুটিয়ারগাতী গ্রামের চাঁন মুন্সির ছেলে সোহান এবং একই গ্রামের মস্তফার ছেলে রাজা। চাঁদাবাজির অভিযোগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধের অভিযোগ উঠেছে শুক্রবার রাতে চাঁদা না দেওয়ায়  সদ্য অবসরপ্রাপ্ত সেনাসদস্য সোহাগ নামের একজনকে  ধারালো অস্ত্র, রড হকিস্টিক দিয়ে ৬ থেকে ৭ জনের একটি গ্রুপ এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।  গুরুতর আহত অবস্থায় অবসরপ্রাপ্ত সেনাসদস্যর মাথায় ৮ থেকে ১০ টি সেলায় লাগে এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে কাটা ছেড়া যখম হয়েছে। পরবর্তীতে সুবিচারের আসায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য সোহাগ যৌথ বাহিনীর দারস্থ হলে রাতেই যৌথ বাহিনী অভিযান পরিচালিত করে তাদের গ্রেফতার করে।

রাতেই ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *