
প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড ‘এ’ দল। বাংলাদেশের দেওয়া ২২৮ রানের লক্ষ্য ৪ উইকেট হাতে রেখেই টপকে যায় কিউই যুবা দল।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। ইনিংসের চতুর্থ ওভারের মধ্যেই দুই ওপেনার ফিরে যান প্যাভিলিয়নে। নাঈম শেখ মাত্র ৪ রান করে ফেরেন, আর এনামুল হক বিজয় আউট হন ২ রান করে। এরপর মিডল অর্ডার ব্যাটাররাও ধারাবাহিক ব্যর্থতায় ভুগেছেন। সাইফ হাসান (৩১), আফিফ হোসেন (১), নুরুল হাসান সোহান (১২) ও মোসাদ্দেক হোসেন সৈকত (৪) রান করে আউট বড় স্কোর গড়ার পথে বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশের ইনিংস।
এক পর্যায়ে ৫ উইকেটে ৯০ রান তুলে বিপাকে পড়ে টাইগাররা। তবে একপ্রান্ত আগলে রেখে ইনিংস মেরামতের চেষ্টা চালান ইয়াসির আলী রাব্বি। ধৈর্যশীল ব্যাটিংয়ে ৬৫ বলে ৬৩ রানের ইনিংস খেলে কিছুটা ভরসা এনে দেন তিনি। শেষ দিকে আট নম্বরে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন নাসুম আহমেদ। তার ইনিংসেই দুই শ রানের কোটা পার করে বাংলাদেশ। ৪৭.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২২৭ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে আত্মবিশ্বাসী শুরু পায় নিউজিল্যান্ড ‘এ’ দল। দুই ওপেনার মারিয়ু ও ফিলিপস মিলে গড়েন ৭৭ রানের জুটি। তবে এই জুটি ভাঙেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। বাঁহাতি স্পিনারের ফুলার লেংথ ডেলিভারিতে রিভার্স সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেট হন মারিয়ু। ডানহাতি ব্যাটার আউট হয়েছেন ৩৩ রানে। আরেক ওপেনার ফিলিপসকে (৩৪ রান) ফিরিয়েছেন নাঈম।
৩৩ বলে ১৯ রানের ইনিংস খেলে মোসাদ্দেকের বলে বোল্ড হন নিউজিল্যান্ডের অধিনায়ক নিক কেলি। নাসুম দ্বিতীয়বারের মতো আঘাত হানেন জো কার্টারকে ফিরিয়ে। এরপর নাঈম ও মোসাদ্দেক মিলে ফেরান মোহাম্মদ আব্বাস ও কার্টিস হিফিকে। ১৬৬ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড।
তবে শেষ দিকে কোনো বিপদ হতে দেননি ডিন ফক্সক্রফ্ট ও জ্যাক ফক্স। ঠান্ডা মাথায় খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। ফক্সক্রফ্ট ৩৬ রান এবং ফকস ২৮ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।