Monday, May 12
Shadow

লোহালিয়া নদীর বগা পয়েন্টে সেতু বাস্তবায়নের দাবীতে মানববন্ধন 

মোঃ জসীম উদ্দিন, বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফল, দশমিনা, গলাচিপা ও দুমকি উপজেলার ২০লাখ মানুষের দুর্ভোগ লাগবের জন্য বাউফলের লোহালিয়া নদীর বগা পয়েন্টে সেতু বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ মে) সকাল ১১টার দিকে ঢাকা প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বগা সেতু বাস্তবায়ন পরিষদের আহবায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. এ কে এম ফারুক আহমেদ তালুকদার, বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, জিয়া পরিষদের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, বগা সেতু বাস্তবায়ন পরিষদ এর সদস্য সচিব ইঞ্জি. রুমান, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আযম চৌধুরী, বাউফল ইউনিয়ন বিএনপির সভাপতি জি এম ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো: হেলাল উদ্দীন, ইউনুস চৌধুরী, রমিজ উদ্দিন হাওলাদার প্রমূখ।  

এসময়ে বক্তার ৪ উপজেলার জনসাধারণের ভোগান্তির কথা তুলে ধরে অতিসত্বর সেতু বাস্তবায়নের দাবী জানান।

মানববন্ধনে ভোগান্তির শিকার পটুয়াখালীর চার উপজেলার সর্বস্তরের কয়েক হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *