Saturday, May 10
Shadow

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল শ্রীলঙ্কার মাটিতে ৩-২ ব্যবধানে সিরিজ জয় করে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে দেশে ফিরেছে। শেষ ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেলেও সিরিজ ট্রফি নিয়ে শুক্রবার দুপুর ১২টার দিকে তারা দেশে পৌঁছায়। দেশে ফেরার পর ক্রিকেটাররা ছুটি নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। আগামী ২০ মে থেকে আবারও শুরু হবে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প।


যুব এশিয়া কাপ জয়ের পর এবার শ্রীলঙ্কায় সিরিজ জয়—এই দুই বড় অর্জন ২০২৬ সালে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য বড় প্রেরণা হয়ে থাকবে। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে এই সাফল্য তরুণ টাইগারদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।


সিরিজ জিতলেও শুরুটা ভালো হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। প্রথম ওয়ানডেতে হেরে যায় নাভিদ নওয়াজের শিষ্যরা। তবে পরবর্তীতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টানা তিনটি যুব ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। পঞ্চম ওয়ানডেতে জয় পায় শ্রীলঙ্কা, তবে শেষ ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হওয়ায় ছয় ম্যাচের সিরিজে সমতা আনতে ব্যর্থ হয় স্বাগতিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *