Friday, May 9
Shadow

সিন্ধু নদে বাঁধ দিলে পাল্টা হামলার হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

কাশ্মিরে প্রাণঘাতী হামলার পর ভারতের প্রতিক্রিয়ায় উত্তেজনা চরমে। এই প্রেক্ষাপটে সিন্ধু নদে বাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করলে ভারতকে সামরিক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ।

শুক্রবার পাকিস্তানের জিও নিউজ চ্যানেলের জনপ্রিয় টকশো “নয়া পাকিস্তান” অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী বলেন,

“শুধু বন্দুক বা কামানের গোলা দিয়ে নয়—অভ্যন্তরীণ সম্পদ নিয়ন্ত্রণের মাধ্যমেও আগ্রাসন চালানো যায়। ভারত যদি সিন্ধু নদে পানির প্রবাহ বন্ধ করার মতো কোনো পদক্ষেপ নেয়, তা আমাদের অস্তিত্বের ওপর সরাসরি আঘাত। আমরা তা মেনে নেব না।”

তিনি বলেন, ভারত যদি সীমানায় বাঁধ বা সমজাতীয় কোনো স্থাপনা নির্মাণ শুরু করে, তবে পাকিস্তান তা ধ্বংস করবে। “আমরা আন্তর্জাতিক মহলে বিষয়টি তুলেছি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি,”—জানান তিনি।

কাশ্মির হামলা কেন্দ্র করে নতুন উত্তেজনা

২২ এপ্রিল জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সংঘটিত হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটক নিহত হন এবং আহত হন আরও অনেকে। নিহত সবাই পুরুষ। এই হামলাকে ২০১৯ সালের পুলওয়ামা ঘটনার পর কাশ্মিরে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত সরকার সিন্ধু নদ চুক্তি স্থগিত, পাকিস্তানি কূটনীতিক প্রত্যাহার, ভিসা বাতিলসহ একাধিক প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ গ্রহণ করে। ইসলামাবাদ অবশ্য ভারতীয় অভিযোগ অস্বীকার করেছে এবং পাল্টা জবাবে ভারতের জন্য আকাশ ও স্থলসীমা বন্ধ, ভারতীয়দের ভিসা বাতিল ও দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিতের মতো পদক্ষেপ নেয়।

যুদ্ধাবস্থা এখনো উন্মুক্ত?

যদিও ভারত এখনও সরাসরি কোনো সামরিক প্রতিক্রিয়া দেখায়নি, তবুও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর মতে, “যুদ্ধের সম্ভাবনা এখনো পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *