Monday, May 12
Shadow

অপ্রয়োজনীয় সব কমিশন বাতিলের দাবি মাহমুদুর রহমানের

নারী সংস্কার কমিশন নিয়ে সমালোচনা, ড. ইউনূস সরকারের দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক:
নারী বিষয়ক সংস্কার কমিশনের মতো অপ্রয়োজনীয় কমিশন বাতিলের আহ্বান জানিয়েছেন দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, “এ ধরনের কমিশন গঠন করে রাষ্ট্রের সম্পদ ও সময় অপচয় করা হচ্ছে।”

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম আয়োজিত মহাসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, “ড. ইউনূস সরকার যেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি না করে। নারী সংস্কারের নামে বিভ্রান্তিকর উদ্যোগ গ্রহণ গ্রহণ করে শহীদদের আত্মত্যাগকে অসম্মান করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের শহীদরা নারী সংস্কারের জন্য নয়, বরং ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রাণ দিয়েছিলেন। এখন প্রয়োজন সেই আদর্শে ফিরিয়ে আনা, যাতে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”

মাহমুদুর রহমান বলেন, “যেসব কমিশনের কার্যকারিতা ও প্রয়োজনীয়তা নেই, সেগুলো অবিলম্বে বাতিল করা উচিত। এগুলোর মাধ্যমে জাতীয় স্বার্থে কোনো উপকার হচ্ছে না, বরং রাষ্ট্রীয় সম্পদের অপচয় হচ্ছে।”

তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, যেন গণমানুষের চাহিদা ও দেশের সার্বভৌম স্বার্থকে প্রাধান্য দিয়ে কার্যকর সংস্কার উদ্যোগ নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *