জামায়াত আমীর ডা. শফিকুর রহমান লালমনিরহাটে এক জনসভায় বলেছেন, দেশ থেকে ফ্যাসিস্ট পালিয়ে গেলেও এখনো ফ্যাসিবাদ বিদায় নেয়নি। আমরা ফ্যাসিবাদীদের পতন চেয়েছি। দেশের মানুষ এক শ্রেণির রাজনৈতিক দলের মানুষের সঙ্গে নির্যাতিত হচ্ছে। দেশ থেকে এখনো চাঁদাবাজি ও দুর্নীতি দূর হয়নি। ইন্ডিয়া সীমান্তে বাংলাদেশি যুবক হাসিনুরকে বুকে পা দিয়ে গুলি করে নির্মমভাবে হত্যা করে। তারা হত্যা করে ক্ষান্ত হননি লাশটি টেনে-হিঁচড়ে নিয়ে গেছে ভারতে। ভারত আমাদের প্রতিবেশী দেশ তাদের সঙ্গে সম্প্রীতি আর পারস্পরিক সমতার ভিত্তিতে বসবাস করতে চাই।

গতকাল সকাল ১১টায় লালমনিরহাট কালেক্টর মাঠে জেলা জামায়াতের ডাকে এক জনসভায় এ সব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বাড়িয়ে দিতে হবে। বেতন কম পাওয়ায় তারা দুর্নীতি ও ঘুষের প্রতি আসক্ত হয়ে পড়ছে। জামায়াত আমীর বলেন, অবশ্যই নির্বাচন হবে তার আগে খুনিদের বিচার প্রকাশ্য করতে হবে। এদেশে খুনির বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে ১৫ বছরে হাজার হাজার মানুষকে খুন করেছে। গুম করে আয়না ঘরে বন্দি করে রাখে। ২৪ হাজারের উপরে মানুষকে পঙ্গু করে দিয়েছে। প্রধান উপদেষ্টা বার বার বলছেন- জুন নয়তো ডিসেম্বর মাসে নির্বাচন। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। কালো টাকার পেশি শক্তির প্রভাবযুক্ত নির্বাচন চাই না।
জামায়াত আমীর ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। জামায়াতে ইসলামী রংপুর জেলা বাদে রংপুর বিভাগের চারদিকে জনসভা করছে। কারণ আমরা চাই রংপুর জেলায় জনসভা হবে এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করে তাকে নিয়েই হবে। জেলা জামায়াত আমীর এডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ আলী ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ছাড়াও জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট ফিরোজ হায়দার লাভলু, আনোয়ার হোসেন রাজু, শাহ আলমসহ অনেকেই বক্তব্য রাখেন।