Saturday, April 19
Shadow

বেইজিংয়ে হয়ে গেল বিশ্বের প্রথম রোবট হাফ-ম্যারাথন

বেইজিংয়ে শনিবার অনুষ্ঠিত হলো বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবটের হাফ-ম্যারাথন। প্রতিযোগিতায় ২১ কিলোমিটারের কিছুটা বেশি পথ অতিক্রম করে চ্যাম্পিয়ন হয়েছে থিয়ানকং আল্ট্রা  নামের একটি রোবট, যাকে তৈরি করেছে বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টার। এ পথ দৌড়াতে রোবটটি সময় নিয়েছে ২ ঘণ্টা ৪০ মিনিট ৪২ সেকেন্ড।

রেসে অংশ নেয় চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি হিউম্যানয়েড রোবট। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে বেইজিংয়ের নোএটিক্স রোবোটিক্সের রোবটদল।

ফর্মুলা ওয়ান পদ্ধতিতে পরিচালিত এই প্রতিযোগিতায় রোবটগুলোর জন্য রাখা হয় ব্যাটারি বদলানোর স্টেশন। রুটে ছিল ঢালু পথ, রেলিং ও অন্যান্য চ্যালেঞ্জ। এতে রোবটগুলোর ভারসাম্য ও চলনক্ষমতা পরীক্ষাও হয়ে গেল।

কেউ দৌড়েছে বড় পায়ে, কেউ ছোট ধাপে; কেউ ব্যাটারি শেষ হয়ে থেমেছে, কেউ পড়ে গেছে মাঝপথে। সবমিলিয়ে প্রতিযোগিতাটি ছিল বাস্তব পরিবেশে রোবট প্রযুক্তির পরীক্ষার এক অনন্য আয়োজন।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *