চ্যাম্পিয়ন্স লিগের কোয়াটার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ প্রথম লেগে মুখোমুখি হবে আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদ, রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে স্বস্তিতে নেই আর্সেনাল, তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে আজকের ম্যাচে তারা মিস করবে, অন্যদিকে সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে নেই রিয়াল মাদ্রিদও, লা-লিগায় তাঁরা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে, ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের অবস্থানও দ্বিতীয়, তবে তারা প্রথম অবস্থানে থাকা লিভারপুলের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে, এর আগে ২০০৬ সালে শেষবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ এবং আর্সেনাল মুখোমুখি হয়, সেখানে প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র থাকার পর দ্বিতীয় ম্যাচে থিয়েরি অরির দেয়া একমাত্র গোলে জয়লাভ করে আর্সেনাল,সে আসরে শেষ পর্যন্ত আর্সেনাল ফাইনালে পৌঁছে যায়,
ফাইনালে তারা বার্সেলোনার সাথে দুই এক গোলে পরাজয় বরণ করে, এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের সর্বোচ্চ সাফল্য সেটাই,অন্যদিকে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের রাজা বলা হয়ে থাকে, এই আসরের সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, সর্বশেষ আসরের চ্যাম্পিয়নও তারা, আজ একটি জমজমাট লড়াই দেখার অপেক্ষায় থাকবে কোটি ফুটবলপ্রেমী দর্শক, খেলাটি ইএসপিএন সরাসরি সম্প্রচার করবে।
