ঈদে মুক্তি পেয়েছে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সিনেমা ‘দাগি’। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকির প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। এই সিনেমার মাধ্যমে দুই বছর পর বড় পর্দায় ফিরেছেন নিশো। এতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও শহীদুজ্জামান সেলিম।

ঈদের দিন মুক্তির পর থেকেই সিনেপ্লেক্সগুলোয় হাউসফুল যাচ্ছে সিনেমাটি। তাই দর্শকের চাহিদায় সিনেমার শো বাড়ছে স্টার সিনেপ্লেক্সে। আগামীকাল শুক্রবার থেকে সিনেমার ২৪টি করে শো চলবে এই মাল্টিপ্লেক্স চেইনে।
এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘মুক্তির প্রথম শো থেকেই আমাদের সব শো হাউসফুল যাচ্ছে। আমি ফেসবুকে বলেছিলাম “দাগি” সুপারহিটের পথে। শো বাড়ার মধ্য দিয়ে এর প্রমাণ হয়েছে। দর্শকের চাহিদায় আগামীকাল থেকে স্টার সিনেপ্লেক্সে আমাদের শো বেড়েছে। আগামী দুই দিনও ছুটি রয়েছে, আশা করি শো আরও বাড়বে।’
আগামী সপ্তাহ থেকে সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা বাড়ার সঙ্গে বিদেশে মুক্তির পরিকল্পনা রয়েছে ‘দাগি’র। শাহরিয়ার শাকিল বলেন, ‘আমরা সব সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি দিতে চাইনি। বেছে বেছে সিঙ্গেল স্ক্রিনে দিয়েছি। অনেকেই যোগাযোগ করছেন, সামনের সপ্তাহে আরও কিছু জায়গায় সিনেমাটি দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর চলতি মাসের মাঝামাঝি মহাসমারোহে অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে ‘‘দাগি”। এর বাইরে ইউরোপ ও যুক্তরাষ্ট্রেও আমরা পরিকল্পনা গুছিয়েছি। শিগগির জানিয়ে দেব।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দাগি’র বেশ ভালো রিভিউও দেখা গেছে। হল থেকে বের হয়েও ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শকেরা। অভিনয়শিল্পীদের ভূয়সী প্রশংসার সঙ্গে নির্মাণের বিশাল আয়োজন নিয়েও প্রশংসা করেছেন তাঁরা। প্রতিদিনই কোনো না কোনো হল পরিদর্শনে যাচ্ছেন নিশো, তমা, সুনেরাহসহ সিনেমার প্রযোজকেরা। কখনো শো শেষে অপেক্ষা আবার কখনো দর্শকদের পাশে বসে সিনেমা দেখে অবাক করছেন তাঁরা। সব মিলিয়ে দর্শকের ইতিবাচক প্রক্রিয়া আপ্লুত করছে তাঁদের।
‘দাগি’ ছাড়া এই ঈদে মুক্তি পাওয়া অন্যান্য সিনেমা নিয়েও দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়া গেছে। শাকিব খানের ‘বরবাদ’, সিয়াম আহমেদের ‘জংলি’, মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ ও সজল–ফারিয়ার ‘জ্বীন–৩’ বেশ ভালো চলছে। তবে শাকিব খানের আরেক সিনেমা ‘অন্তরাত্মা’ দুই দিনেই নেমে গেছে সিনেপ্লেক্স থেকে। সব মিলিয়ে এবারের ঈদ যাচ্ছে জমজমাট।