চীনে নতুন শক্তিচালিত যানবাহন বা এনইভি’র দ্রুত বিস্তার দেশের জ্বালানি বাজারে বড় পরিবর্তন এনেছে। এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞ ও কোম্পানি নির্বাহীরা পরিশোধিত পেট্রোলিয়াম ও রাসায়নিক পণ্যের রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছেন।
সিনোপেকের চেয়ারম্যান মা ইয়োংশেং বলেন, এনআইভি এবং প্রচলিত জ্বালানিচালিত যানবাহন এখন প্রতিযোগিতামূলক সহাবস্থানে রয়েছে। তাই ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়ে পরিশোধিত তেল ও ট্যাক্স-ফ্রি রাসায়নিক পণ্যের রপ্তানি ধাপে ধাপে শিথিল করা উচিত। এতে চীনের শোধন ক্ষমতার নমনীয়তা বাড়বে এবং জরুরি পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
২০২৪ সালে চীনে এনইভি-এর বাজার ৪১ শতাংশে পৌঁছেছে, যা ২০২৫ সালে ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এতে করে দেশটিতে পেট্রোল ও ডিজেলের চাহিদা হ্রাস পাচ্ছে। অনুমান করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে এই চাহিদা ১২-২০ শতাংশ কমবে।
মা আরও বলেন, ভবিষ্যতে তেল উৎপাদন কমিয়ে উচ্চমানের রাসায়নিক উৎপাদনে গুরুত্ব দিতে হবে।
সূত্র: সিএমজি