গতবছরের ১৭ ডিসেম্বর ২৪০ ঘণ্টা ভিসা-মুক্ত ট্রানজিট নীতি বাস্তবায়নের পর থেকে চীনে বিদেশি দর্শনার্থী বেড়েছে। চলতি বছরের ১৭ মার্চ পর্যন্ত তিন মাসে এসেছে ৮৮ লাখ ৮৫ হাজারেরও বেশি বিদেশি যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৩৪.৯ শতাংশ বেশি।
এখন ৩৮টি দেশের নাগরিকরা চীনে ভিসা ছাড়াই ৩০ দিন পর্যন্ত অবস্থান করতে পারছেন।
বেইজিং বর্ডার ইনস্পেকশন টার্মিনালের তথ্যমতে, চলতি বছর বেইজিং তাসিং আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাতায়াতকারীর সংখ্যা ইতোমধ্যে ১০ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় ২ লাখ ১১ হাজার বিদেশি প্রবেশ করেছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৬৭.৯ শতাংশ বেশি।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়ুননান প্রদেশের মোহান চীন-লাওস সীমান্ত পর্যটনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। সম্প্রতি কুনমিং-মোহান ল্যান্ড পোর্ট হাব দিয়ে প্রথম আসিয়ান ভিসা-মুক্ত ট্যুর গ্রুপও প্রবেশ করেছে। এ ছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুবিধার্থে সীমান্ত চেকপয়েন্টে তথ্য যোগাযোগ ব্যবস্থা চালু করা হয়েছে এবং ‘আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশেষ চ্যানেল’ খোলা হয়েছে।
উত্তর-পূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশের হারবিন তাইপিং আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪০ ঘণ্টার ভিসা-মুক্ত ট্রানজিট সুবিধা চালু রয়েছে। এখানে দ্রুত চ্যানেলের মাধ্যমে কয়েক সেকেন্ডেই যাত্রীরা ইমিগ্রেশন পার করতে পারছেন এবং স্বয়ংক্রিয় টার্মিনালে এক ক্লিকেই রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করতে পারছেন।
সূত্র: সিএমজি