Thursday, April 3
Shadow

রোবটের হাত নাড়ানোর তথ্য উন্মুক্ত করলো শাংহাইয়ের কোম্পানি

শাংহাই-ভিত্তিক রোবটিক্স প্রতিষ্ঠান ফোরিয়ার ইন্টেলিজেন্স হিউম্যানয়েড রোবটের হাতের ব্যবহারের ওপর একটি ওপেন-সোর্স ডেটাসেট প্রকাশ করেছে। সোমবার প্রকাশিত এই ডেটাসেট বিশ্বব্যাপী গবেষণা প্রতিষ্ঠানগুলোকে রোবটের মানবসদৃশ হাতের দক্ষতা উন্নয়নে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।


ফোরিয়ার অ্যাকশননেট নামের ডেটাসেটটি মানুষের হাতের নাড়াচাড়ার তথ্য থেকেই নির্মিত। ফোরিয়ার জানায়, এই পদ্ধতির মাধ্যমে রোবটগুলোকে প্রচলিত গ্রিপার-নির্ভর ব্যবস্থার বাইরে এনে মানুষের হাতের নমনীয়তা ও সূক্ষ্মতা শেখানো সম্ভব।
প্রাথমিকভাবে প্রকাশিত ডেটাসেটে ৩০ হাজারেরও বেশি উচ্চমানের প্রশিক্ষণ তথ্য রয়েছে। এতে হাতের জটিল নড়াচড়া ও মানুষকে দেখে শেখার ডেটা রয়েছে, যা কোনো যন্ত্র তুলে রাখা এবং গৃহস্থালির কাজ করা সংক্রান্ত কাজে লাগবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই উদ্যোগ বৈশ্বিক রোবটিক্স সম্প্রদায়ের মধ্যে উদ্ভাবন ও সহযোগিতা বাড়াতে এবং এআই রোবট প্রশিক্ষণ আরও উন্নত করবে। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি ২০টিরও বেশি শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছে।
তারা ঘোষণা দিয়েছে, ভবিষ্যতে পূর্ণদেহ নড়াচড়া নিয়ন্ত্রণ ও মাল্টি-টাস্ক সমন্বয় নিয়েও ডেটা মডিউল প্রকাশ করা হবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *