তাহিরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের মধ্যনগর সদর এলাকায় টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা পাঁচ পর্যটককে ৫দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৫জুন) রাতে মধ্যনগর ব্রীজ সংলগ্ন এলাকায় গাঁজা সেবন করার ৫ পর্যটককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড করা হয়।বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্তরা হলো-শেরপুরে নালিতাবাড়ী উপজেলার তাহসিন আহমেদ, ময়মনসিংহের চড়পাড়া এলাকার ইশাক হোসেন শান্ত, বাউন্ডারী রোডে এলাকার আনাফ রাজিন, স্টেডিয়াম রোড এলাকার নাসির হোসাইন ও সাকিনপাড়া এলাকার আহমেদ মাহফুজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বলরায় এ তথ্য নিশ্চিত করে জানান, টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা ৫ পর্যটককে ৫দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে,তিনি আরে জানান, পর্যটন এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমান আদালতের এঅভিযান অব্যাহত থাকবে।