পাইকগাছা: পাইকগাছায় প্লাস্টিক জমা দিয়ে পরিবেশ বান্ধব গাছের চারা পেয়েছে ২০ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এমনই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ইয়ুথ ফর সুন্দরবন ও উপজেলা যুব ফোরাম। “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজন করা হয় প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা উপহার অনুষ্ঠানের। অনুষ্ঠানে ৫’শ গ্রাম বা তদূর্ধ্ব প্লাস্টিক জমা দিলে তাকে একটি গাছের চারা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার ২০ জন কে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা উপহার দেওয়া হয়। এসময় যুব ফোরামের সদস্য মোঃ রাকিবুল ইসলাম, আব্দুস সামাদ ও মনোয়ার হুসাইন বাপ্পী সহ ফোরামের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।