Wednesday, May 28
Shadow

ভুক্তভোগী পর্যটকরাঃ মেরিন ড্রাইভে সংঘবদ্ধ চক্রের ছিনতাইয়ের নতুন কৌশল

মেরিন ড্রাইভে বেড়াতে গিয়ে নতুন ধরনের প্রতারণার শিকার হলেন এক পর্যটক। মোবাইল হাতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ এক পথচারী ইচ্ছাকৃতভাবে তার সঙ্গে ধাক্কা খায়। এতে তার হাত থেকে মোবাইল পড়ে যায়। পরবর্তীতে অভিযুক্তরা “ভুল হয়েছে” বলে জরিমানা দাবি করে মোবাইল ফেরত দিতে চায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ ধরণের ঘটনা একদিনে একাধিকবার ঘটে। ধাক্কা দেওয়ার সময় আশেপাশে আরও কয়েকজন সহযোগী দাঁড়িয়ে থাকে, যারা পরিস্থিতি এমনভাবে উপস্থাপন করে যেন মোটরসাইকেল চালকই দোষী। তারা হাত থেকে মোবাইল পড়ে গেলে সেটি “ক্ষতিপূরণ” হিসেবে টাকা নিয়ে ফেরত দেয়।

ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে যাওয়া মোহাম্মদ রাফি নামের এক পর্যটক জানান, “আমি মেরিন ড্রাইভ দিয়ে মোটরসাইকেলে করে হোটেলে ফিরছিলাম। হঠাৎ এক লোক আমার বাইকের সামনে এসে ধাক্কা দেয়। আমার হাত থেকে ফোন পড়ে যায়। তখন কয়েকজন ঘিরে ধরে বলে, আমি তাদের লোকটিকে আঘাত করেছি, এখন মোবাইলের ক্ষতিপূরণ দিতে হবে। পরে টাকাও নিতে হয় আমাকে।”

টুরিস্ট পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। তবে এখনো কাউকে শনাক্ত বা আটক করা যায়নি। পুলিশ বলছে, এরা সরাসরি ছিনতাই করে না, তবে এটি একধরনের ‘নীরব চাঁদাবাজি’।

স্থানীয়রা জানান, এই চক্রের সদস্যরা দিনে-রাতে বিভিন্ন সময়ে একই কৌশলে পর্যটকদের টার্গেট করে। অনেকেই অপমান বা ঝামেলার ভয়ে অভিযোগ করে না।

নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এটি অত্যন্ত পরিকল্পিত ও সংগঠিত অপরাধ। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না বাড়ালে ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে।

মেরিন ড্রাইভে চলাচলের সময় সতর্ক থাকুন। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হলে তাৎক্ষণিকভাবে টুরিস্ট পুলিশ অথবা স্থানীয় থানায় অভিযোগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *