Tuesday, May 13
Shadow

গরমে পোশাক ধোয়ার ঝামেলা কমাতে সহজ কৌশল

দিন দিন বাড়ছে তাপমাত্রা। তার ওপর বাতাসে অতিরিক্ত আর্দ্রতা। বৃষ্টি না হওয়ায় প্যাচপ্যাচে গরমের সঙ্গে ঘাম যেন কমবেশি সবার নিত্যসঙ্গী। এই সময়ে এক পোশাক না ধুয়ে দ্বিতীয় দিন পরা যেন অসম্ভব।

কাজের ব্যস্ততায় অনেক সময়ই পোশাক ধোয়া সম্ভব হয় না।

তবে সহজ কয়েকটি কৌশলে না ধোয়া জামা এই তীব্র গরমেও দ্বিতীয়বার পরতে পারেন। কিভাবে, চলুন তা জেনে নেওয়া যাক।

প্রচণ্ড গরমে সাধারণত কোনো পোশাকের বগলের আশপাশ, ঘাড়ের কাছে বেশি অপরিষ্কার হয়।

সে ক্ষেত্রে পুরো জামা না ধুয়ে বিশেষ বিশেষ কয়েকটি অংশ ধুয়ে ফেলতে পারেন। তাতে জামাকাপড় খারাপও হয় কম। আবার দ্বিতীয়বার পরতেও কোনো সমস্যা হয় না।

যে পোশাক পরে বাইরে থেকে এলেন, বাড়ি ফিরে সেটি ফেলে রাখবেন না।

পোশাকটি খুলে বাতাসে শুকাতে দিন। পোশাক থেকে ঘাম শুকিয়ে গেলে দেখবেন তা আবার কিছুটা হলেও পরার যোগ্য হয়ে গেছে।

গ্রীষ্মকালে অনেকের পোশাক থেকে গন্ধ বের হয়। এর ফলে সেটি না ধুয়ে দ্বিতীয়বার পরতে বিরক্ত লাগে। এই সমস্যা থেকে বাঁচতে দ্বিতীয়বার কোনো জামা পরার ক্ষেত্রে বডি স্প্রে করতে ভুলবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *