Monday, July 21
Shadow

Tag: BCI

মস্তিষ্কপ্রযুক্তিতে চীনের অগ্রগতি: চিন্তাতেই তৈরি হলো চীনা বাক্য

মস্তিষ্কপ্রযুক্তিতে চীনের অগ্রগতি: চিন্তাতেই তৈরি হলো চীনা বাক্য

বিদেশের খবর
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই প্রযুক্তিতে যুগান্তকারী সাফল্য পেয়েছেন চীনের গবেষকরা। নতুন এই প্রযুক্তির মাধ্যমে ১০ জন ব্যবহারকারী শুধু চিন্তার মাধ্যমে জটিল চীনা বাক্য রচনা করতে সক্ষম হয়েছেন। শাংহাইভিত্তিক স্টার্টআপ ইনসাইড এবং ফুতান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হুয়াশান হাসপাতালের যৌথ এ গবেষণায় মৃগী রোগে আক্রান্ত কিছু রোগীর মস্তিষ্কে ইলেকট্রোড স্থাপন করা হয়। মাত্র ১০০ মিনিটের প্রশিক্ষণের মধ্যেই একটি কাস্টম বিল্ট ইন্টেলিজেন্ট সিস্টেম তাদের চিন্তা অনুযায়ী রিয়েলটাইমে ৫৪টি চীনা অক্ষরের উচ্চারণ নির্ধারণ করতে সক্ষম হয়। অক্ষরগুলোর ভিত্তিতে তৈরি প্রশিক্ষণ উপাত্তের মাধ্যমে সিস্টেমটি ১,৯৫১টি সাধারণ শব্দ চিনতে পেরেছে এবং আধা সেকেন্ডেরও কম সময়ে পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে পেরেছে। ইনসাইড-এর প্রধান বিজ্ঞানী লি মেং জানান, ‘মান্দারিন ভাষায় রয়েছে ৪০০-রও বেশি সূক্ষ্ম সিলেবল, যা এই প্রযুক্তি...