সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত চকবাজার চাই :- ফেডারেশন নেতৃবৃন্দ
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের শিক্ষা স্বাস্থ্য ও ব্যবসায়ী জোন হিসেবে স্বীকৃত চক বাজারের দীর্ঘদিন ধরে চলমান সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য হকার সমস্যা নিরসনের লক্ষ্যে চকবাজারের ২২টি মার্কেট ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২৮ জুলাই সোমবার বেলা ১১ টায় চট্টগ্রাম নগরীর চকবাজার গুলজার মোড়ে বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সভাপতি কামাল উদ্দিন সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত সকল মার্কেটের দোকান পাট বন্ধ রেখে ব্যাবসায়ীরা প্রতিবাদী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন কেয়ারী ইলিশিয়ামের সভাপতি লায়ন নুরুল আবছার,সাফ আমিন মার্কেটের সাধারণ সম্পাদক হাফিজ জামাল, গুলজার টাওয়ার মার্কেটের সভাপতি শাখাওয়াত হোসেন রাহুল, মতি টাওয়ার মালিক সমিতির সাধারণ সম্পাদক সমির...