
শামীম আসার সংবাদে পাথরঘাটা-বামনায় একদিকে উৎসবের আমেজ অন্যদিকে বইছে হতাশার কালোমেঘ
মাইনুল ইসলাম রাজু, আমতলী বরগুনা : বরগুনার পাথরঘাটার কৃতি সন্তান, দীর্ঘ ১৬ বছর মাতৃভূমি থেকে সুদুর লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে থাকা মাওলানা শামীম আহমেদের দেশে ফেরা নিয়ে পাথরঘাটা-বামনায় তার অনুসারীদের মাঝে উৎসবের আমেজ বইলেও প্রতিপক্ষ হেভিওয়েট নেতা ও কর্মীদের মাঝে বইছে কালো মেঘের ছায়া।
মাওলানা শামীম সুদুর লন্ডনে থেকেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের স্বীকার হয়ে লন্ডনে নির্বাসিত রয়েছেন ১৬ বছর ধরে। লন্ডনে থেকেও তাকে হতে হয়েছে আওয়ামী সরকারের আমলের ৬৮ টি মামলার আসামী। দীর্ঘ ১৬ বছরে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন থেকেও ভুলে যাননি এলাকার মানুষের কথা। তাইতো তিনি এলাকার মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে তারই প্রতিষ্ঠিত লন্ডনে গড়ে তোলা কোম্পানির অনুকূলে নিজ এলাকার উন্নয়নে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পাশ করিয়েছেন ত্রিশ হাজার কোটি টাকার প্রকল্প। যা এলাকার উন্নয়ন...