
শরীরে ব্যথা হলে আরোগ্যের জন্য কোরআন ও সহিহ হাদিসের আলোকে কি করবেন
শরীরের কোনো স্থানে হঠাৎ ব্যথা করলেই আমরা হয় সাথে সাথে ব্যথার ওষুধ খেয়ে নেই না হয় ডাক্তারের কাছে যাই। তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে ব্যথা ও রোগমুক্তির জন্য দোয়া পড়ে ফুঁ দেওয়া একটি সুপ্রচলিত ও সহিহ পদ্ধতি।কুরআন ও হাদিসে এ বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। রাসূলুল্লাহ (সা.) নিজেও এই পদ্ধতি ব্যবহার করেছেন এবং উম্মতকে তা শিক্ষা দিয়েছেন।
পেইন বা ব্যথার জায়গায় দোয়া পড়ে ফুঁ দেওয়া এই আমলটি নবীজি নিজে করতেন সহিহ মুসলিম ও সহিহ বুখারি-তে বর্ণিত একটি হাদিসে হজরত উসমান ইবনে আবুল আস (রাঃ) বলেন:
"আমার শরীরে ব্যথা ছিল, আমি নবী (সা.)-এর নিকট অভিযোগ করলাম। তিনি বললেন: ‘তোমার ব্যথার স্থানে হাত রাখো এবং তিনবার বলো, বিসমিল্লাহ (بِسْمِ اللهِ)। এরপর সাতবার বলো – "আউযু বিআজ্জাতিল্লাহি ও কুদরাতিহি মিন শাররি মা আজিদু ও উহাযিরু" (أَعُوذُ بِعِزَّةِ اللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُ...