
বিদেশে উচ্চশিক্ষা: রেফারেন্স লেটার কী এবং কী লেখা থাকে
‘রেফারেন্স লেটার’ বা সুপারিশপত্র বিদেশে উচ্চশিক্ষার আবেদনর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাগজপত্র। বিশেষ করে যারা স্কলারশিপ নিয়ে পড়তে যেতে চান, তাদের জন্য এটি আরও জরুরি। বিশ্বের প্রায় সব বিশ্ববিদ্যালয়ই আবেদনের সময় কমপক্ষে দুটি রেফারেন্স লেটার চায়। এবার জেনে নেওয়া যাক— রেফারেন্স লেটার কী, এতে কী লেখা হয় এবং কীভাবে এটি প্রস্তুত ও জমা দিতে হয়।
রেফারেন্স লেটার কী?
রেফারেন্স লেটার বা সুপারিশপত্র মূলত হচ্ছে একজন ব্যক্তির দক্ষতা, চারিত্রিক গুণাবলি এবং কর্মক্ষমতার বিবরণ সংবলিত একটি চিঠি, যা সাধারণত তৃতীয় কোনো ব্যক্তি লিখে থাকেন। এই লেখককে বলা হয় ‘রেফারি’। তিনি হতে পারেন— আপনার শিক্ষক, অধ্যাপক, সুপারভাইজার, বস বা যেকোনো দায়িত্বশীল ব্যক্তি, যিনি আপনার সঙ্গে কাজ করেছেন বা আপনাকে ভালোভাবে চেনেন।
এই সুপারিশপত্র বিদেশে উচ্চশিক্ষা বা চাকরির আবেদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূম...