
সন্ত্রাস চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়াজুলাইয়ের অন্যতম চেতনা-মাওলানা আহমদ আবদুল কাইয়ূম
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, সন্ত্রাস চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়া জুলাইয়ের অন্যতম চেতনা। জুলাই চেতনাকে পাশ কাটিয়ে একটি দল নিজেদেরকে ক্ষমতায় নিয়ে যেতে পাগলপ্রায়। ৫ আগস্টের পরে এই দেশটা গঠন করার সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে। এখন এই সুযোগের সদ্ব্যবহার করতে না পারলে আমাদের দুঃখ দুর্দশার অন্ত থাকবে না। দেশে যেন নতুন করে কেউ চাঁদাবাজদের, খুনিদের, আয়নাঘরদের সহযোগী না হই এবং টাকা পাচারকারীদের সহযোগী না হই। চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে সকল ইসলাম ও দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মুফতী মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সেক্রেটারী মুফতী সুলতা...