Saturday, July 26
Shadow

Tag: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ

মহিয়ষী মাহরিন 

মহিয়ষী মাহরিন 

কবিতা, সাহিত্য
হানিফ সরকার শান্ত, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ  মাহরিন আপা তুমি মহিয়ষী, মমতাময়ী, মা – মহান। তুমি রেখেছ শিক্ষা আর জাতির মান। তুমি করেছ প্রমাণ, মা–বাবার পরে শিক্ষকেরই স্থান। তুমি রেখেছ সে কথার মান, অগ্নি পুড়ে হয়েছ ক্ষত-বিক্ষত প্রাণ। ঝরতে দাওনি প্রাণগুলো ফুলের মত, নিজেকে করেছো তাদের রক্ষার প্রতিমূর্ত। বিশটি ফুলের জীবন তুমি বাঁচিয়ে, নিজ জীবন দিয়েছ উৎসর্গ করে। বাংলার প্রতিটি মায়ের মনে, রক্ত দিয়ে আঁকা তোমার ছবি এক কোণে। মাহরিন আপা তুমি সাহস, তুমি ভালোবাসার প্রতিমা।...
বাংলাদেশের রাজধানী ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বাহিনীর একটি উড়োজাহাজ বি*ধ্ব*স্ত হয়ে অন্তত ১৯ জনের প্রা*ণ গেছে; আ*হ*ত ও দ*গ্ধ হয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী। আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বি*ধ্ব*স্ত হয়।

বাংলাদেশের রাজধানী ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বাহিনীর একটি উড়োজাহাজ বি*ধ্ব*স্ত হয়ে অন্তত ১৯ জনের প্রা*ণ গেছে; আ*হ*ত ও দ*গ্ধ হয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী। আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বি*ধ্ব*স্ত হয়।

ঢাকা, বাংলাদেশ
সূত্র: সিএমজি