
ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ করেছে বিজিবি
আনিছ আহমেদ, শেরপুর : শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার দাওধারা এলাকা দিয়ে অভিনব কায়দায় ভারতে পাচকরকালে
৬৩ কেজি বাংলাদেশী শিং জব্দ করেছে
বারোমারী বিওপি। বুধবার (২৩জুলাই) দুপুরে এই মাছগুলো জব্দ করা হয়। জব্দকৃত মাছের বিক্রয় মূল্য ১২হাজার ৬শত টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, জেলার নালিতাবাড়ী উপজেলার বারোমারী বিওপি’র দাওধারা এলাকা দিয়ে
চোরাকারবারীরা অভিনব পন্থায় বাংলাদেশী শিং মাছ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি'র বারোমারী বিওপির বিজিবি'র একটি টহল দল অভিযান চালিয়ে ৬৩কেজি বাংলাদেশী শিং মাছ জব্দ করলেও চোরাকারবারিরা বিজিবি'র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরে জব্দকৃত শিং মাছগুলো পচনশীল দ্রব্য হওয়ায়...