
জবি উপাচার্য ভবনে বাগছাসের তালা, অবরুদ্ধ ভিসি
রোকুনুজ্জামান, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ভবনে তালা দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়টির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। এতে ভিতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯ টায় এই ঘটনা ঘটে। গত ১০ জুলাই জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচার প্রত্যাখ্যান করে যথাযথ বিচারের দাবিতে তারা তালা দিয়েছেন বলে জানা গেছে।
এসময় তারা প্রহসনের বিচার মানিনা, মানবোনা। জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, মাইর খাবো ওপেনে, বিচার হবে গোপনে এসব স্লোগান দিতে থাকেন।
এর আগে এদিন রাত ৯ টার দিকে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তিন শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার, দুইজনের ছাত্রত্ব না থাকায় ...