
সুষ্ঠ পরিবেশে চলছে জবি বগুড়া জেলা কল্যাণ পরিষদের ভোটগ্রহণ
রোকুনুজ্জামান, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বগুড়া জেলা কল্যাণ পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনকে উপলক্ষ্যে করে চলছে ব্যালটের মাধ্যমে সরাসরি ভোট গ্রহণ। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরাও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ভোট প্রদান করছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে বগুড়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মসূচি। 'তারুণ্যের প্রথম ভোট, বগুড়া জেলার পক্ষে হোক' এই প্রতিপাদ্যকে সামনে রেখে অত্যন্ত সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে চলছে ২০২৫-২৬ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। যারা বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫ থেকে ২০ ব্যাচের শিক্ষার্থী তাদের নিয়ে ১৪১ জন সদস্য বিশিষ্ট একটি ভোটার তালিকা করা হয়। যদিও নির্বাচন কমিশনের দ্বায়িত্বরত জান...