Friday, July 18
Shadow

Tag: ফিলিপাইন

দক্ষিণ চীন সাগর নিয়ে ফিলিপাইনের সালিশি মামলায় চীনের অবস্থান ব্যাখ্যা করলেন ওয়াং ই

দক্ষিণ চীন সাগর নিয়ে ফিলিপাইনের সালিশি মামলায় চীনের অবস্থান ব্যাখ্যা করলেন ওয়াং ই

বিদেশের খবর
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আসিয়ান প্লাস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দক্ষিণ চীন সাগর বিষয়ে সালিশি মামলার ওপর চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন।শুক্রবারতিনি বলেন, ফিলিপাইন একতরফাভাবে যেভাবে এই মামলা শুরু করেছে, তাতে প্রয়োজনীয় পূর্ব আলোচনা এবং রাষ্ট্রের সম্মতির ন্যূনতম শর্ত পূরণ হয়নি। মামলাটি শুরু থেকেই আইনি ভিত্তিহীন ছিল। ওয়াং ই আরও জানান, এই পদক্ষেপ দক্ষিণ চীন সাগরে পক্ষগুলোর আচরণ সংক্রান্ত ঘোষণার লঙ্ঘন, যেখানে বলা হয়েছে সংশ্লিষ্ট পক্ষদের মধ্যে শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমেই বিরোধ নিষ্পত্তি করা উচিত। পাশাপাশি, চীনের সঙ্গে ফিলিপাইনের দ্বিপক্ষীয় চুক্তি ও আন্তর্জাতিক আইনের 'এস্তপেল' নীতিরও লঙ্ঘন হয়েছে। তিনি বলেন, এই মামলার সারবস্তু ছিল চীনের নানশা দ্বীপপুঞ্জে সার্বভৌমত্ব ও সমুদ্রসীমা নির্ধারণ সংক্রান্ত, যা জাতিসংঘের সামুদ্রিক আইন বিষয়ক সনদ ইউনাইটেড নেশনস কনভেনশন অন ...