
জলবায়ু পরিবর্তন মডেলে গণিতের ব্যবহার
সাদিয়া সুলতানা রিমি : জলবায়ু পরিবর্তন, একবিংশ শতাব্দীর অন্যতম প্রধান বৈশ্বিক চ্যালেঞ্জ। এর প্রভাব সুদূরপ্রসারী, যা পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ থেকে শুরু করে মানব সভ্যতা পর্যন্ত সবকিছুকে প্রভাবিত করছে। এই জটিল ঘটনাকে অনুধাবন, ভবিষ্যদ্বাণী এবং এর সম্ভাব্য সমাধান খুঁজতে বিজ্ঞানীরা বিভিন্ন মডেলের ওপর নির্ভর করেন। আর এই মডেলগুলোর মেরুদণ্ড হলো গণিত। গণিত ছাড়া জলবায়ু মডেলিং অসম্ভব, কারণ এটি প্রাকৃতিক প্রক্রিয়াগুলোকে পরিমাণগতভাবে বর্ণনা করতে, ডেটা বিশ্লেষণ করতে এবং ভবিষ্যতের গতিপথ অনুমান করতে অপরিহার্য একটি হাতিয়ার।
জলবায়ু মডেল হলো পৃথিবীর জলবায়ু ব্যবস্থার বিভিন্ন উপাদান যেমন বায়ুমণ্ডল, মহাসাগর, ভূমি পৃষ্ঠ এবং বরফ আচ্ছাদনের মধ্যেকার মিথস্ক্রিয়া অনুকরণ করার জন্য তৈরি গাণিতিক সমীকরণের একটি সেট। এই মডেলগুলো পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্র, যেমন তাপগতিবিদ্যা, তরল গতিবিদ্যা এবং বিকিরণ স্থানান্তরে...