Monday, July 21
Shadow

Tag: প্রেম কানন

প্রেম কানন   

কবিতা, সাহিত্য
মোঃ রহমত আলী দেখা-যাক কতদূর রোদ যায়, আর কতদূর থাকে ছায়া, কতদিন প্রেম, আর কতটুকু ভালোবাসা ! বিন্দু থেকে সিন্ধু হয়, সিন্ধু শুকিয়ে মরু, তাই বড়ো ভয় হয়, প্রেম কাননের কি হয়। দেখা-যায় আমি তুমি প্রেমে-প্রেমে অন্ধ, তাও প্রেম আজও চোখে-চোখে বন্ধ, চুপিচুপি প্রেমে আছে সুমধুর এক সু-গন্ধ ! রাতজাগা আঁখি খুঁজে ফেরে প্রেমও সাথী, ভালোবেসে বেসে শেষে মরে বাঁচে পাখি। দেখা-শেষ প্রিয়তম পরান বন্ধু, যতদূর আছে বাকি আর শ্বাস বিন্দু, ছিল প্রেম কত দামি, ভালোবাসা পাগলামী ! নিন্দা হলেও জিন্দা, আঁখিজলে হাসে আপনি, তাই প্রেম বড় মধুর, ভালোবাসা আজ বহুদূর।...