
নিরাপত্তা সহযোগিতা জোরদারে চীন-পাকিস্তানের অঙ্গীকার
পাকিস্তানে চীনা নাগরিক, প্রকল্প এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশা প্রকাশ করেছেন চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান চাং ইয়ুসিয়া। শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চাং ইয়ুসিয়া বলেন, চীন ও পাকিস্তানের সামরিক সম্পর্ক দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। দুই দেশের মধ্যে কৌশলগত যোগাযোগ আরও জোরদার করা, বিনিময় ও সহযোগিতা গভীর করা এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নের লক্ষ্যে যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বলেন, পাকিস্তান সব খাতে চীনের সঙ্গে ব্যবহারিক সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত করতে প্রস্তুত।
তিনি আরও বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এবং দেশে অবস্থানরত চীনা নাগরিকদের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করবে।...