
নামাজে রফ’উল ইয়াদাইন: সুন্নাহ, সাহাবি আমল ও মতভেদ
রফ’উল ইয়াদাইন কী?
রফ’উল ইয়াদাইন মানে: নামাজে নির্দিষ্ট স্থানে হাত উত্তোলন করা।রাসূল (সাঃ)-এর পক্ষ থেকে যে চার স্থানে হাত তোলার হাদীস পাওয়া যায়:
তাকবীরে তাহরিমা (নামাজ শুরুর সময়)
রুকুতে যাওয়ার সময়
রুকু থেকে ওঠার সময় (সামিআল্লাহু liman hamidah)
দ্বিতীয় রাকাআতের জন্য দাঁড়ানোর সময় (বিরল বর্ণনা)
রফ’উল ইয়াদাইনের পক্ষে সহীহ হাদীসসমূহ
সহীহ বুখারী – হাদীস নং ৭৩৫
রাবী: আবদুল্লাহ ইবনে ওমর (রা)বর্ণনা:"রাসূলুল্লাহ (সাঃ) সালাত শুরু করার সময়, রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠার সময় রফ’উল ইয়াদাইন করতেন।"
বিশ্লেষণ: বর্ণনাকারী: আবদুল্লাহ ইবনে ওমর (রা) – বিশ্বস্ত সাহাবি এই হাদীসটিকে ইমাম বুখারী, মুসলিম, নাসায়ী, তিরমিযী – সকলেই গ্রহণ করেছেন।এতে প্রমাণিত হয়, রাসূল (সাঃ) তিন স্থানে হাত উত্তোলন করতেন।
সহীহ মুসলিম, তিরমিযি, নাসায়ী, আবু দাউদ...