
কাজী নাবিল পরিবারের ৩৬২ একর জমি ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ক্রোক
কাজী নাবিলের পরিবারের ৩৬২ একর জমি ও বিদেশি বিনিয়োগ ক্রোকের আদেশ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর দেশের বিভিন্ন স্থানে সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও তার পরিবারের মালিকানাধীন বিপুল পরিমাণ সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা প্রায় ৭৫ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেমকন গ্রুপের মালিক কাজী নাবিল আহমেদ, তার পরিবারের সদস্য এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ৩৬২ দশমিক ৪৩ একর জমি, সাতটি ফ্ল্যাট ও কয়েকটি বাড়ি ক্রোক করা হবে।
এছাড়া কাজী নাবিলের ভাই কাজী আনিস আহমেদের যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা ৬১ লাখ ৩৯ হাজার ৩১ মার্কিন ডলারের শেয়ার (বাংলাদেশি মুদ্রায় প্...