তুমি যদি মেঘ হইতা আমি আকাশ হইতাম
আমি জানি তোমার সাথে আমার,
পথ চলা আর হবে না,
আমি জানি তুমি আমার না, তার পরেও,
কেনো জানি না তোমাকে পেতে চায়,।
এ-ই মন হাজার কোটি বার,
তোমার ইস্পাতা পেতে চায় এই মন,
হাজার হাজার কোটি বার,
আমি জানি তুমি আমার এ-ই জম্মা,
আর হইবা না তার পরে এই মন শুধু তোমারে,
এই জম্মা পাইতে চায়, আমি জানি,
তুমি আমার এই জম্মা আর কখনোই,
হইবা না,,
তুমি জদি পাখি হইতা তাহলে,
আমি আমি আকাশ হইতাম,
তুমি জদি মেঘ হইতা,
তাহলে আমি বাতাস হইতাম,
জদি তুমি আলো হইতা তাহলে আমি,
অন্ধকার হইতাম,
তুমি জদি আমার হইতা তাহলে আমি,
তোমার হইয়া সারা জীবন তোমার হইয়া,
থাকতাম কিন্তু ও-ই যে,
আমার না যে, এখানে তো,,।
আমি অধার রূপে দেখতে ভালোবাসি,।
আমি শূন্যেতা কে নিজের করে,
রেখেছি আমি সব কিছু বুঝি,
তুমি যেই টা চাও ও-ই টা যে,।
...