
পাইয়ের (π) পাঁচ তথ্য
জামাল হোসেন
সপ্তম শ্রেণী থেকে তোমরা পাই সব্দতির সাথে পরিচিত আছো। এটি একটি অমূলদ সংখ্যা। এই পাই ব্যাক্তিটি এমন যে যাকে ছাড়া ব্যত্ত, জ্যামিতি, পদার্থ ও প্রকৌশলের হিসেব নিকাশ কল্পনা করা যায় না। এসো এই পাই এর সম্পর্কে ৫ টি মজার তথ্য জেনে নেই।
১। পাই (π) একটি অমূলদ সংখ্যা, যার অর্থ এটি একটি ভগ্নাংশ বা দুটি পূর্ণসংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় না। এটিতে অসীম সংখ্যক অ-পুনরাবৃত্ত দশমিক সংখ্যা রয়েছে, যা এটিকে একটি আকর্ষণীয় গাণিতিক ধ্রুবক হিসেবে তৈরি করে।
২। পাইকে সাধারণত ৩.১৪ আনুমানিক হিসেবে ধরা হয়, কিন্তু এর দশমিক উপস্থাপনা পুনরাবৃত্তি ছাড়াই চিরতরে চলতে থাকে। প্রায় সবাই গণনার কাজ সহজ করতে আনুমানিক ৩.১৪ মান ধরে থাকে, তবে সাধারণ কাজে দশমিকের পর ১২ ঘরের থেকে বেশি মান তেমন একটা প্রয়োজন হয় না। সারা দুনিয়ায় সবচেয়ে বড় বৃত্তের পরিধি গণনার জন্য ৩৯ ঘরের মান ব্যবহার করলে ত...