
চীন ও কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ
চীনের থিয়ানচিনে মঙ্গলবার কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুরাত নুর্তলেউয়ের সাথে সাক্ষাৎ করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
সাক্ষাত্কালে ওয়াং ই বলেন, দু’দেশের নেতাদের যৌথ প্রয়াসে দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভালো সময় প্রবেশ করেছে। কাজাখস্তানের সাথে পারস্পরিক সমর্থনের মাধ্যমে রাজনৈতিক আস্থা সুসংবদ্ধ করে, সহযোগিতায় নতুন সাফল্য অর্জন করতে ইচ্ছুক চীন। কাজাখস্তানসহ বিভিন্ন সদস্যদেশের সাথে প্রচেষ্টা চালিয়ে এসসিও’র থিয়ানচিন শীর্ষ-সম্মেলনের সফল আয়োজন করবে এবং এসসিও’র ভবিষ্যত উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন করবে বেইজিং। নুর্তলেউ বলেছেন, চীনের উত্থাপিত বিভিন্ন সহযোগিতার প্রস্তাবে সমর্থন দেয় তাঁর দেশ, থিয়ানচিন শীর্ষ-সম্মেলনের সফল আয়োজনেও ইতিবাচক অবদান রাখবে। দু’দেশের নেতাদের মতৈক্য বাস্তবায়নে আস্তানা, বেইজিংয়ের সাথে উচ্চপর্যায়ের আদান-প্রদানের প্রস্তুতি নেবে, পার...