Sunday, July 27
Shadow

Tag: গোকর্ন বাব বাড়ী

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে নাসির নগরের  গোকর্ন বাব বাড়ী 

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে নাসির নগরের  গোকর্ন বাব বাড়ী 

চট্টগ্রাম, বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া
খ. ম জায়েদ হোসেন, নাসির নগর ব্রাহ্মণ বাড়ীয়া : ব্রাহ্মণ বাড়ীয়া জেলাধীন নাসির নগর উপজেলা গোকর্ণ গ্রামে নবাব বাড়ী নামে খ্যাত নবাববাড়ি টি আজ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে।  নবাব স্যার শামসুল হুদা শুধু একটা স্থাপত্য  নিদর্শন ই নয় এটি এক ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, যা বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী।  এই বাড়ি টি ছিল নবাব স্যার সৈয়দ শামসুল হুদার, যিনি ছিলেন একজন বিশিষ্ট ধর্মীয় পণ্ডিত, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সমাজ সংস্কারক। তাঁর জীবন ও কর্ম কান্ড এই বাড়ীর দেয়ালে, এর প্রতিটি ইটে, প্রতিটি কক্ষে গাঁথা।  নবাব স্যার সৈয়দ শামসুল হুদা ১৮৬৩ সালে নাসিরনগর থানার গোকর্ণ গ্রামে প্রখ্যাত সৈয়দ পরিবারে জনন্মগ্রহণ করেন। হযরত শাহজালালের সাথে আগত ওলীদের অন্যতম সৈয়দ বন্দেগী শাহ ইসমাইল গোকর্ণ গ্রামে বসতি স্থাপন করেন। শামসুল হুদার পিতামহ সৈয়দ শরাফতুল্লাহ আঠার শতকের চ...